muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এশিয়া কাপের ডামাডোল বাজতে শুরু করেছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

টানা তৃতীয়বারের মত বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়ার দলগুলোর ক্রিকেট যুদ্ধ। ক্রিকেটীয় যুদ্ধের মূল পর্বের পর্দা উঠবে ২৪ ফেব্রুয়ারি।

 

পাঁচ দলের ক্রিকেট যুদ্ধ শেষ হবে ৬ মার্চ। মূল পর্বের আগে চার দলকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। যেখানে খেলবে ওমান, আফগানিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত।

 

এশিয়া কাপের ডামাডোল বাজতে শুরু করেছে। কোয়ালিফাইং ম্যাচে অংশগ্রহণের জন্যে এরই মধ্যে চার দল ঢাকায় চলে এসেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোয়ালিফাইং ম্যাচ। এ ম্যাচগুলো হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। যুব বিশ্বকাপের ম্যাচগুলো ফতুল্লায় অনুষ্ঠিত হওয়ায় মাঠটি সংস্কারের প্রয়োজন হচ্ছে না। সফলভাবে যুব বিশ্বকাপ আয়োজন করায় এশিয়া কাপ নিয়ে বাড়তি কোনো চিন্তা করছে না বিসিবি। পূর্বেও বেশ দক্ষতার সঙ্গে এশিয়া কাপ আয়োজন করায় বিসিবি এখন অনেকটাই নির্ভার।

 

বুধবার আনুষ্ঠানিকভাবে টিকেটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকেট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকে। সাধ্যের মধ্যেই টিকেটের দাম রাখা হয়েছে।

 

প্রস্তুতি ক্যাম্পের চট্টগ্রাম পর্ব শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ছুটিতে। তিনদিনের ছুটি পেয়ে ক্রিকেটাররা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। মিরপুরে আবারও অনুশীলন শুরু করবে ২০ ফেব্রুয়ারি থেকে।

 

এশিয়ার অন্য তিন ক্রিকেট পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কার ২১ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে। পাকিস্তান আসবে ২৪ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্বোধনী ম্যাচ ভারতের বিপক্ষে।

 

সব মিলিয়ে আগামী শুক্রবার থেকে আবারও ক্রিকেট উচ্ছ্বাস শুরু হয়ে যাচ্ছে। যার ডামাডোল এখন থেকেই বাজতে শুরু করেছে।

 

Tags: