কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে বাবা ও ছেলেসহ একই পরিবরের তিনজনের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- এলাকার কৃষক হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও নিহত হারুন অর রশিদের ভাতিজা আবু সাঈদ (১০)। তারা সবাই জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালিয়া গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। বিদ্যুতের তার টানানো ওই বাঁশের খুঁটিতে বাইসাইকেল রেখেছিল আবু সাঈদ। দুপুর আড়াইটার দিকে আবু সাঈদ বাইসাইকেলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় আবু সাঈদকে বাঁচাতে বাবলু ও হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।