জীবিকা নির্বাহের জন্য নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার নোয়াখালীর জেলা প্রশাসক তার কাছে এই অটোরিকশা হস্তান্তর করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস।
আনোয়ার হোসেন ফারুক নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন।শেষ করতে পারেননি পড়াশোনাও।
আনোয়ার হোসেনের কাঁধে মা, স্ত্রী ও চার সন্তানসহ বড় সংসারের দায়িত্ব। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে সাবেক এই ছাত্রলীগ নেতার রিকশা চালানোর খবর সংবাদমাধ্যমে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সহজে জীবিকা নির্বাহের জন্য তাকে এই অটোরিকশা কিনে দিলেন তিনি।