করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে আগের শর্ত বহাল রেখে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ষষ্ঠবারের মতো এ বিধিনিষেধ বাড়ানো হলো। এর আগের ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ থাকার কথা ছিল।
বিধিনিষেধে এত দিন দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে।
এছাড়া হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানসমূহ আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।
এছাড়া ‘লকডাউনে’ আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। খোলা থাকবে শিল্পকারখানা।
জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকে লেনদেন।
কভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর ‘লকডাউন’ শুরু হয়। ‘লকডাউনে’র মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে কয়েক দফা ‘লকডাউনে’র মেয়াদ বাড়ানো হয়, নির্দেশনাও আসে সংশোধনের।