কিশোরগঞ্জের নিকলীতে অস্ত্র ও গুলিসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৩০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার খালিশারহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।
সোহেল খলিশাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় নদী, জলমহাল দখল, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ মে সোয়াইজানি নদীর জলমহালের বিরোধকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এতে চার শিশুসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে সোহেলকে ধরতে অভিযানে নামে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।