muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাহাবুল আলম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকালে উপজেলার বাঘাকান্তি হাওরে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত মাহাবুল আলম উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলিনগর গ্রামের মোল্লা বাড়ির হাজী শাহজাহান মোল্লার ছেলে।

অষ্টগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১১ জুন) বিকালে মাহাবুল আলম হাওর থেকে গরু আনতে বাঘাকান্তি হাওরে যায়। গরু নিয়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতের ঘটনায় মাহাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tags: