ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার পর পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরীমনি বলেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, আমি আশাবাদী, আমি এর ন্যায়বিচার পাবো। পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। পুলিশ বন্ধুসুলভ আচরণ করেছে। আসামিদের গ্রেপ্তার করেছে। আমি সেদিন বলেছিলাম যে, আমাকে একটু আইজিপি মহোদয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দিন। উনি আমার কথা শুনলে নিশ্চয়ই আমি ন্যায়বিচার পাবো।’
পরিমনি আরও বলেন, ‘আমি শিল্পী সমিতি, পরিচালক-প্রযোজক সমিতির নেতাদের সহযোগিতা চেয়েছিলাম। তারা আমাকে সহযোগিতা করেননি। কিন্তু আইজিপি বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নিয়েছেন। আমি পুলিশসহ সবাইকে ধন্যবাদ জানাই।’
এ সময় ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমরা পরীমনির কাছে ঘটনা নিয়ে কথা বলেছি। আমরা তাকে আশ্বস্ত করেছি, তার যে অভিযোগ, তা যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেব। পরীমনিকে আমরা আশ্বস্ত করেছি। তাকে নির্ভয় দিয়েছি।’
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে গতকাল সোমবার সাভার থানায় একটি মামলা করেন পরীমনি। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে। উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ আরও তিন নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেসময় তাদের কাছে মদ ও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।