muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে : র‍্যাব ডিজি

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার গুলশানের হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আজ থেকে পাঁচ বছর আগে ২০১৬ সালের এই দিনে হলি আর্টিজানে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এতে বাংলাদেশের তিনজন নাগরিকসহ মোট ২০ জন মানুষ ও বাংলাদেশ পুলিশের ২ জন সিনিয়র অফিসার নিহত হন। তাদের রুহের মাগফেরাত কামনা করছি ও তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব তার জন্মলগ্ম থেকেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখে আসছে। এই ঘটনার পরেও কিন্তু যারা হলি আর্টিজানের ঘটনার সাথে জড়িত, এই পৈশাচিক কার্যাবলি তারা যখন প্রচার করছিল তাদের এই প্রচার আমরা বন্ধ করেছি।’

র‍্যাব ডিজি বলেন, ‘র‍্যাব সেখানে অবস্থান নিয়ে সকল বাহিনীসহ আমরা দায়িত্ব পালন করেছি। আমরা সফলভাবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। সকল আইনশৃখলা বাহিনী এক যোগে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতির প্রেক্ষিতে আমরা সকলে মিলে কাজ করেছি। আমাদের দৃঢ় অবস্থানের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বাংলাদেশে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে আমি মনে করি।’

এই সুফল আমাদের দেশের সম্মানিত নাগরিকবৃন্দ ভোগ করছেন। আমরা সকলের সহযোগীতা পেয়েছি বলেও জানান তিনি।

উল্লেখ, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিলো। ওই দিন জঙ্গিরা হত্যা করেছিলেন ২০ জন দেশি-বিদেশি নাগরিককে।

Tags: