muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাচ্চাদের ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না -হাসিনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-

মাতৃভাষা বাংলার বিকৃতি রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ আহবান জানান।
শেখ হাসিনা বলেন, অঞ্চলভেদে বাংলা ভাষার যে তারতম্য দেখা যায় সেটা স্বাভাবিক। কিন্তু অনেকে ক্ষেত্রে ভিনদেশী উচ্চরণে বাংলা বলতে শোনা যায়, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিশ্বায়নের যুগে মানুষকে বিদেশি ভাষা শিখতেই হয়। কিন্তু তা যেন মাতৃভাষাকে অবহেলা করে না হয়।
ছোট ছোট বাচ্চাদের ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতই থাকে না। কয়টা ছেলেমেয়ে ইংরেজি মিডিয়ামে পড়ে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে? তেমন কিন্তু খুব বেশি দেখা যায় না।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের দেশ, বাংলা ভাষা আমাদের ভাষা। কাজেই এ ভাষাকে আরও উন্নত করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা রক্ষা ও ভাষার উন্নয়নে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/21-02-2016/মইনুল হোসেন

Tags: