muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৩ এসপিকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে হবিগঞ্জ জেলার এসপি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার (এসএস) মো. রাফিউল আলমকে মেহেরপুর জেলার পুলিশ সুপার ও হবিগঞ্জ জেলার এসপি মোহাম্মদ উল্ল্যাকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পাঠানো হয়েছে।

জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: