muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গাইবান্ধার ছেলে

ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হলেন গাইবান্ধার পলাশবাড়ীর সন্তান নিশীথ প্রামানিক (৩৫)।

শুক্রবার (৯ জুলাই) গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতিসহ আরো অনেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা পোস্ট দিয়েছেন। নিশীথ প্রামানিক পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের বিধূভূষন প্রামানিকের ছেলে। বর্তমানে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ভেটাগুড়ি গ্রামের বাসিন্দা তারা।

জানা যায়, নিশীথ প্রামানিক পিতা বিধুভূষন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর ভারতে পাড়ি জমান। ১৯৮৬ সালে নিশীথ কুমার সেখানে জন্ম গ্রহণ করেন।

মমতার দল তৃণমূল কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ডে অভিষেক হলেও প্রখর মেধাবী নিশীথের জনপ্রিয়তা বিজেপি সরকারের নজর কাড়েন। বিজেপিতে যোগ দিয়ে প্রথম ধাপে নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হন নিশীথ। কেন্দ্রীয় সরকারের সর্বকনিষ্ঠ সদস্য হয়ে বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন নিশীথ কুমার প্রমানিক।

Tags: