দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২১ জুলাই পালিত হবে পবিত্র ইদুল আজহা। আজ রোববার সন্ধ্যায় ফেনীর আকাশে নতুন মাসের চাঁদ দেখা যায়।
পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে আজ সন্ধ্যায় বৈঠক শেষে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ‘আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি।‘
১০ জিলহজ ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ওই দিন আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। দেশে কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের।
Tags: