নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ৪২ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হতে ৬০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ চত্বরে শুক্রবার থেকে এই নমুনা সংগ্রহ শুরু হয়। রোববার বেলা ১১টা পর্যন্ত নিহতদের স্বজনদের ৬০ জন এতে নমুনা দেন।
এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের প্রধান রুমানা আক্তার বলেন, নিহতদের শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম চলমান আছে। তিন দিনে ৪২ জন নিহতের বিপরীতে ৬০ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, নমুনা সংগ্রহের পর ডিএনএ টেস্টের প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহগুলোর সঙ্গে আত্মীয়স্বজনের ডিএনএর সঙ্গে মেলাতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগতে পারে
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেক শ্রমিক। এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।