muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আম পেয়ে শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানালেন রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পেয়ে বঙ্গবন্ধুকন্যার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজাপাকসে। শনিবার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম হস্তান্তর করেন।

রাষ্ট্রদূতের কাছ থেকে উপহারের আম পেয়ে শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজাপাকসে। তিনি আশা প্রকাশ করেন, এই উপহার দুই দেশের সম্পর্কের প্রতীক হয়ে থাকবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠিয়েছেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।

Tags: