muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

টি-টোয়েন্টিতে টাইগারদের বড় জয়

নিজেদের টি-টোয়েন্টি শততম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। হারারে ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম টাইগার্স।

এই জয়ের মাধ্য দিয়ে ওয়ানডে এবং টেস্টের পর ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টির শততম ম্যাচেও জয় তুলে নিল টাইগাররা।

আজ বৃহস্পতিবার হারারেতে টসে জিতে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে ৭ বল সৌম্য-নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার নাঈম শেখ। আর সৌম্যের সংগ্রহ ৫০ রান।

Tags: