টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মাশরাফি বাহিনীকে শনিবার গণভবনে দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, শনিবার বেলা সাড়ে ১২টায় গণভবনে বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা শেষে তাদেরকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খাবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে খেলা দেখেন এবং জয়ের পর করতালি দিয়ে জাতীয় পতাকা নেড়ে অভিনন্দন জানান।
খেলা শেষে প্রধানমন্ত্রী মাঠে নেমে বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়ার, কোচ ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান। হাস্যোজ্জ্বল মুখে তাদের সঙ্গে কথা বলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ