muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মুস্তাফিজকে সামলাতে আলাদা পরিকল্পনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- গত বছর বাংলাদেশ সফরে মুস্তাফিজুর রহমানের অসাধারণ কৃতিত্বে বেশ নাকাল হয়েছিল ভারত। বিশ্বকাপ পরবর্তী সময়ে ওয়ানডে সিরিজে তারা হেরেও ছিল মাশরাফি-সাকিবদের কাছে। সেই স্মৃতি তাদের নিশ্চয়ই নাড়া দেবে এবারের এশিয়া কাপেও। তাই এই বাঁ-হাতি পেসারকে সামলাতে আলাদা পরিকল্পনা নিতেই হচ্ছে ভারতীয় শিবিরকে।

বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই টি-টোয়েন্টি ম্যাচ।

এই ম্যাচে ভারতের সামনে বড় বাধা হতে পারেন মুস্তাফিজ। বাংলাদেশের এই তরুণ পেসারের প্রশংসা করে ভারতীয় তারকা ব্যাটসম্যান কোহলি বলেন, ‘ক্রিকেটে নতুন কিছু নিয়ে এসেছে মুস্তাফিজ, খেলাটাকে আরো ঝাঁঝালো করে তুলেছে সে। এমন কিছু বোলার ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, যারা ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে।’

তাই মুস্তাফিজকে খেলা বেশ কঠিনই বললেন কোহলি, ‘বাংলাদেশের মতো কন্ডিশনে একজন পেসার যদি চার-পাঁচ উইকেট নিতে পারে, তা খুবই বড় ব্যাপার। সে এমন একজন বোলার যে ব্যাটসম্যানদের সহজেই বিপদে ফেলতে পারে। তাকে সামলানো সহজ নয়।’

মুস্তাফিজের বোলিং বৈচিত্র্যের প্রশংসা করে কোহলি বলেন, ‘মুস্তাফিজের স্লোয়ার ও কাটার বল খেলা যেকোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন। তার বলে বেশ বৈচিত্র্য রয়েছে।’

ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে নিয়ে মুস্তাফিজ বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। পরের ম্যাচে তিনি নেন ৬ উইকেট। তাঁর সাফল্যে সেই সিরিজে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ৯টি ওয়ানডেতে তিনি নিয়েছেন ২৬ উইকেট। আর সাতটি টি-টোয়েন্টি খেলে তাঁর সংগ্রহ ১০ উইকেট।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/23-02-2016/মইনুল হোসেন

Tags: