muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জাপান থেকে এসেছে আরও ৮ লাখ টিকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান ঢাকায় এসে পৌঁছেছে। আজ শনিবার বেলা সোয়া ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো বিমান অবতরণ করে।

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার দ্বিতীয় এই চালানটি স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। শনিবার টিকা নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখের বেশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাল জাপান। এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

সব মিলিয়ে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের। আগামী ৩ আগস্ট জাপান থেকে ৬ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

Tags: