muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মন্ত্রণালয় ভালো কাজ করছে বলে অর্থনীতি ভালো চলছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলে অর্থনীতি ভালো চলছে।

রবিবার দুপুরে রাজধানীর মহাখালী বিসিপিএস অডিটোরিয়াম হলে ২০২০-২১ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্য সেবায় এগিয়ে যাচ্ছে। ওষুধের কোনো স্বল্পতা নেই। সংক্রামক রোগ আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এখন করোনার কারণে নন-কমিউনিকেবল অনেক রোগের চিকিৎসা আমরা দিতে পারছি না। আমরা আশা করি, আমরা যেভাবে চিকিৎসা দিচ্ছি, আরও ভালো করব।

আজকে আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাই ভালো কাজ করছে বলে আমাদের অর্থনীতি এখনো ভালো চলছে। গ্রোথ এখনো ছয় শতাংশ আছে। বড় বড় রাষ্ট্র যেখানে মাইনাসে চলে গেছে। খাদ্যের অভাব হয়নি যেহেতু করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের সমস্ত উন্নয়নকাজ অব্যাহত আছে। রেকর্ড রেমিট্যান্স আসছে। যেহেতু আমাদের দেশ এখনো ভালো আছে— বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ৭ আগস্ট থেকে সারা দেশে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করছি। আমরা এক সপ্তাহে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে যদি ভ্যাকসিন সব সময় থাকে, কোটি কোটি ভ্যাকসিন আমাদের কাছে আসতে থাকে, আমাদের হেলথের সেই সক্ষমতা আছে, কোটি কোটি ভ্যাকসিন তারা সপ্তাহে দিয়ে দিতে পারবে।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যখন এমবিবিএস পরীক্ষা নিই তখন অনেক সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমরা অটল ছিলাম, আমরা আমাদের ছেলে-মেয়েদের জীবনের এক বছর নষ্ট হতে দিতে পারি না। যারা ডাক্তার হতে চান ভবিষ্যতে হাসপাতালে সেবা দিতে হবে, সেখানে কোনো গ্যাপ সৃষ্টি হোক সেটা আমরা চাইনি। তাই শত সমালোচনা উপেক্ষা করে আমরা পরীক্ষা নিয়েছি। আজ প্রথম বর্ষের পড়ালেখা শুরু হচ্ছে। ক্লাস অনলাইনে হবে। কোভিডে সামনা-সামনি ক্লাস নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। আমরা আশা করি, অল্প দিনে সেটা হয়তো সম্ভব হবে।

মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য এখন কত ইনস্টিটিউট হয়েছে। এটা আগে একটাও ছিল না। এগুলো স্বাধীনতার সুফল। তাই আমাদের বুঝতে হবে দেশ কারা স্বাধীন করেছিল। এখন করোনার সময় লকডাউন, সেবা তো দেশেই হচ্ছে। কেউ তো বাইরে যেতে পারছে না। আমাদের ডাক্তাররাই সেবা দিচ্ছে। আমাদের ডাক্তাররা আমি মনে করি, ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার। মানুষের সেবাই শ্রেষ্ঠ ইবাদত। আজকে যারা এলেন তারা যেন ভালো ডাক্তার হতে পারি। ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা, বাংলাদেশের সেবা করতে পারি— বলেন জাহিদ মালেক।

Tags: