মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাংলাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। আর এই বিধিনিষেধের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কঠোর শর্ত দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় অবস্থান করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে মঙ্গলবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তবে অজিরা শেষ পর্যন্ত বাংলাদেশে আসলেও করোনার অজুহাত দিয়ে বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। এ তথ্য জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের।