muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড

করোনার দীর্ঘ বিরতির পর বায়ো-বাবল সুরক্ষায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফর শেষে কোনো বিশ্রাম না নিয়েই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়ছে টাইগাররা।

আর সেই সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশে সফরে আসছে নিউজিল্যান্ড।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর।

বিসিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাকক্যাপরা। পাঁচটি টি-টোয়েন্টি হবে ১০ দিনে। অর্থাৎ প্রতিটি ম্যাচের আগে একদিন করে বিশ্রামের সুযোগ পাচ্ছে দুই দল।

Tags: