মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ-
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লড়াকু স্কোর করেছে ভারত। রোহিত শর্মার অনবদ্য ৮৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে তারা।
বুধবার সকালে এবং দুপুরে দুদফা বৃষ্টির কারণে উইকেট ভেজা ছিল। তাই প্রথমে বল করলে বোলাররা সুবিধা পেতে পারেন। এ কারণে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
অধিনায়কের সিদ্ধান্তে যথার্থতা প্রমাণ করে শুরুতেই শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরান আল-আমিন। দলীয় ৪ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করে আল-আমিনের বলে বোল্ড হন ধাওয়ান। দলীয় ২২ রানে মাশরাফির বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে বিদায় নেন বিরাট কোহলি (৮)।
এরপর মাহমুদউল্লাহর ঘূর্ণিতে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সুরেশ রায়নাও (১৩)।
তবে রোহিত শর্মার অর্ধশতকে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত। অবশ্য অর্ধশতকের আগে তাসকিনের বলে তার তুলে দেয়া ক্যাচ ছেড়ে দেন সাকিব আল হাসান। এরপরই মারমুখি হয়ে উঠেন রোহিত। ৪২ বলে অর্ধশতক তুলে নেন তিনি।
রোহিত শর্মার অর্ধশতকের পর দলীয় ৯৭ রানের মাথায় সাকিবের বলে সৌম্য সরকারের হাতে ধারা পড়েন যুবরাজ সিং (১৫)।
ইনিংসের শেষ ওভারে আল-আমিন রোহিত শর্মা (৮৩) ও হার্দিক পান্ডের (৩১) উইকেট তুলে নেন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৬৬ রান।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে হোম অব ক্রিকেট মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হয়। সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
বাংলাদেশ দল
সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
ভারতীয় দল
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও আশিষ নেহরা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/24-02-2016/মইনুল হোসেন