স্পোর্টস ডেস্কঃ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট দেখে রীতিমত অবাক বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার হার্শা ভোগলে! বিস্ময় প্রকাশ করে সামাজিক মাধ্যম টুইটারে ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে,‘মিরপুরের এরকম সবুজ উইকেট উপমহাদেশে এর আগে কখনো দেখিনি!
এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি নিয়ে এরই মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হার্শা ভোগলের টুইটের বিপরীতে রি-টুইট করে শাখাওয়াত রাপ্পি লিখেন,‘এটা ২০১৬..কিছু সময়ের জন্যে অপেক্ষা করুণ…কিছুদিন পর ঢাকায় ওয়াকার মত উইকেট দেখবেন।’
নায়িম সিদ্দীক নামের এক ক্রিকেট ভক্ত রি-টুইটে লিখেন,‘কিন্তু, কি কারণে ভারত এটা নিয়ে চিন্তা করছে? তারা বাংলাদেশকে যেকোনো কন্ডিশনে হারাতে পারে, আসলেই কি তা না?
সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচগুলোতে সবুজ ঘাসের উইকেটে খেলা হয়েছিল। যেখানে পেস বোলারা শুরু থেকেই মুগ্ধতা ছড়িয়েছিল। বাড়তি পেস ও বাউন্স আদায় করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছিল পেসাররা। একই রকম অভিজ্ঞতা হতে পারে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে।
বাংলাদেশ স্কোয়াডে রয়েছে পাঁচ পেসার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নিশ্চিতভাবেই চার পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ! অন্যদিকে ভারতও একই রণ পরিকল্পনায় নিজেদের একাদশ সাজাতে পারে।