muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মঞ্চে উঠেই কাঁদলেন মেসি

লিওনেল মেসি মঞ্চে এলেন, দাঁড়ালেন পোডিয়ামের সামনে। পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন হলেও মেসি উপস্থিত দর্শক-অতিথিদের সামনে ছোট বক্তব্য রাখবেন। কিন্তু মেসি হাতের টিস্যু দিয়ে চোখ মুছতে লাগলেন; স্যুটেড-বুটেড মেসির চোখ দিয়ে ঝরছে পানি।

রোববার (৮ আগস্ট) বিকেলে ন্যু ক্যাম্পে দেখা যায় এমন আবেগঘন দৃশ্য। মেসি হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না; বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু প্রকৃতি এমনই, একটা সময় নিজের অবস্থান ছেড়ে দিতে হয়।

যেই ক্লাব তাকে সবকিছু দিয়েছে; যে ক্লাবকে তিনি সবকিছু দিয়েছেন সেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন। মেসি কল্পনাও করেননি এমন কিছু হবে! তাইতো বিদায় বেলার শুরুটা হলে কান্নাভেজা কণ্ঠে। ন্যু ক্যাম্পের ঘাসে তাকে দেখা যাবে না বল নিয়ে ড্রিবলিংয়ে মাততে; উপস্থিত দর্শকদের গগনবিদারী মেসি মেসি চিৎকার আর কখনো শোনা যাবে না। কাতালানরা আর কখনো পারবে না উচ্ছ্বাস করতে।

মেসি আবারও আসবেন হয়তো ন্যু ক্যাম্পে, তবে বার্সার প্রতিপক্ষ হয়ে। সেই মুহূর্তে মেসির মনের অবস্থা কেমন হবে?

Tags: