muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত এবং এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘এটা দিনের আলোর মতো সত্য যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার সাক্ষ্য-প্রমাণ কমিশনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে’।

বৃহস্পতিবার গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যখন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত হয় তখন জিয়াউর রহমানকে আসামি করা হয়নি। কারণ তখন তিনি মৃত। মৃত ব্যক্তিকে আসামি করার সুযোগ নেই। বাংলাদেশের আইনে মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নাই। আইনের বাইরে গিয়ে শুধু তামাশা করার জন্য একজনকে সাজা দেওয়া যায় না। কিন্তু এ হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যে জড়িত সেটার সাক্ষ্য-প্রমাণ, কমিশনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ যত দিন বাংলাদেশে থাকবে, বঙ্গবন্ধুর অনুসারীদের একজন বেঁচে থাকলেও হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে।’ আইনমন্ত্রী বলেন, ‘খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ চলমান প্রক্রিয়ার ব্যাপারে বিশদ কিছু বলতে গেলে এ প্রক্রিয়ার কিছু ব্যাঘাত হবে। তবে, এ ব্যাপারে সরকারের কোন শিথিলতা নেই।’

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক খুনি মুসলেম উদ্দিন ভারতে পলাতক রয়েছে এমন গুঞ্জনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটি যাচাই-বাছাই করে দেখেছি। এখন পর্যন্ত এর কোনো সত্যতা আমরা পাইনি।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য-প্রমাণ ও আলাপ-আলোচনায় এটা স্পষ্ট যে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন শুধু তারা এ হত্যাকাণ্ডে জড়িত নন। এর পেছনে একটা ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রকারী কারা তাদের অন্ততপক্ষে চিহ্নিত করে দেশের মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার। ইতিমধ্যে কমিশন গঠন করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হলে এ কমিশন কাদের দ্বারা গঠিত হবে, এর রূপরেখা, কার্যাবলি কী হবে তা জানানো হবে।’

Tags: