muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেইমারের কারণেই পিএসজিতে মেসি

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা চার বছর লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এই সময়ে মেসির সঙ্গে তার জুটি বিশ্বসেরা আক্রমণভাগের মধ্যে একটিতে পরিণত হয়।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দেন নেইমার। তিনি বার্সার ছাড়লেও মেসির সঙ্গে তার বন্ধুত্ব অটুট থাকে। যখনই সুযোগ হয়েছে দুজন এক হয়েছেন। এবার মেসির সঙ্গে বার্সার চুক্তি নবায়ন না হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেসিকে পিএসজিতে টানতে তোড়জোড় চালান নেইমার। সফলও হয়েছেন তিনি।

পিএসজিতে আসার পেছনে নেইমারের যে অবদান, তা অকপটে স্বীকার করেছেন মেসি। আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসে প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘আমি নেইমারকে অনেক আগে থেকেই চিনি। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনে হয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমার পিএসজিতে আসার পেছনে নেইমারও অন্যতম এক কারণ। অন্যান্য সতীর্থদের সঙ্গে খেলতেও তর সইছে না আমার।’

পিএসজি কোচ মেসির স্বদেশি মাওরিসিও পচেত্তিনোর ভূমিকা নিয়ে মেসি বলেন, ‘যখনই দেখলাম যে আমার এখানে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তখনই আমি পচেত্তিনোকে ফোন করলাম। আমরা দুজনই আর্জেন্টিনার, তাই ব্যাপারটা আরও সহজ হয়েছে আমার জন্য। পিএসজির কর্মকর্তারাও এ ব্যাপারে সাহায্য করেছেন আমাদের।’

পিএসজির বর্তমান দলের ভারসাম্য নিয়ে মেসি বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে বেশ অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি ওই লক্ষ্য নিয়েই। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

Tags: