গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (২৫) নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ মামলায় অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। এ সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ মিয়া উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামের শামীম আলমের ছেলে। তিনি পেশায় সম্যরাজা পরিবহন-১ এর সুপারভাইজার ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগজা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব ১৩ এর একটি দল। এসময় গোবিন্দগঞ্জ থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসের সুপারভাইজার পারভেজকে ৪৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের ডিএডি জাহিদ হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক আজ এ মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ে আমরা খুশি।
এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু আলা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রিপু। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আসামির পক্ষের আপিলের কথা জানিয়েছেন তিনি।