muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জাপান থেকে আসলো ৭ লাখ ৮১ হাজার টিকা

টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপানের উপহার দেওয়া আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছেছে।

টিকা নিয়ে আসা ফ্লাইটটি শনিবার বিকেল ৩টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চার দফায় বাংলাদেশকে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কোভিশিল্ডের (অ্যাস্ট্রাজেনেকার) তিন কোটি ডোজ টিকা কেনার জন্য গত বছরের শেষ দিকে অগ্রিম টাকা দিয়ে চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দেয়।

পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজে কোভিশিল্ড তথা অ্যাস্ট্রাজেনেকা নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি।

এখন তাদের সবার দ্বিতীয় ডোজ পূর্ণ করতে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ ডোজ টিকা দরকার। জাপান থেকে পাওয়া টিকা দিয়ে তা পূরণ করা হচ্ছে।

Tags: