দীর্ঘ সময় ধরে মিডিয়া অঙ্গনে আছেন মেহের আফরোজ শাওন। নতুন কুঁড়ি দিয়ে শুরু হলেও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক আর সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি।
ছোট পর্দায় শাওন যেমন ছিলেন হুমায়ূন আহমেদের নায়িকা, তেমনি বড় পর্দায়ও তার নায়িকা শাওন। জনপ্রিয় উপন্যাস ‘শ্রাবণ মেঘের দিনে’ তার অভিষেক বড় পর্দায়। এরপর হুমায়ূন আহমেদের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। নানান প্রতিভার অধিকারী এ অভিনেত্রী এবার নিজের নাম যুক্ত করেছেন চলচ্চিত্র নির্মাণে।
শাওনের প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের সাড়া জাগানো রোমান্টিক উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে। মাহিয়া মাহি ও রিয়াজের রোমান্টিক রসায়নের ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি আজ মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন হলে।
আজ হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পাচ্ছে, আপনার কাছে কেমন লাগছে জানতে চাইলে শাওন: এখন খুব ভয় লাগছে। হুমায়ূন আহমেদের সেরা উপন্যাস নিয়ে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি নির্মাণ করেছি। উপন্যাসে পাঠক যেভাবে চরিত্রগুলো দেখেছে, যেভাবে কল্পনা করেছে সেভাবে আমি রূপ দিতে পেরেছি কিনা তা নিয়ে ভীষণ টেনশনে আছি। কারণ হুমায়ূন আহমেদের পাঠকদের আমি নিরাশ করতে চাই না
‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁরা দুজন।
যেসব সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে :
ঢাকার সিনেমা হল : স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার, বলাকা, শ্যামলী, অভিসার, পূর্ণিমা।
ঢাকার বাইরে সিনেমা হল : বনলতা (ফরিদপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), চন্দনা (জয়দেবপুর), ছায়াবাণী (নাটোর), কল্লোল (মধুপুর), কেয়া (টাঙ্গাইল), মমতা (মাধবদি), রাজিয়া (নাগরপুর, টাংগাইল), রূপকথা (পাবনা) ও সাগরিকা (চালা, সিরাজগঞ্জ)।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/26-02-2016/মইনুল হোসেন