মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিসহ জীবনমান বৃদ্ধিতে বিদ্যুৎ সংযোগ অপরিহার্য এবং এর কোনো বিকল্প নেই। এজন্য বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বৃহত্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার প্রত্যেক বাড়িকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। পাশাপাশি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই সে সকল প্রতিষ্ঠানকেও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
গতকাল বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সালুয়া ও সারদাহা ইউনিয়নে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে তিনি এসকল বক্তব্য দেন।
নতুন সংযোগের মাধ্যমে উপজেলার ছয়টি গ্রামের ১১৮টি আবাসিক ও দাতব্য সংস্থাকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। নতুন এ সংযোগের উদ্দেশ্যে প্রায় ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে দেড় কিলোমিটার নতুন লাইন এবং পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আবদুস সামাদ, ইউনিয়ন সদস্য হাসানুজ্জামান মধু এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের মহাব্যবস্থাপক আবদুল কাদির।
শাহরিয়ার আলম বলেন, অতীতের দিনগুলোতে যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং ছিল এখন তা অনেকাংশে হ্রাস পেয়েছে। এখন দেশের মানুষকে আর আগের মত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয় না। বিদ্যুতের সমস্যা নিরসণে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, যা বিদ্যুৎ ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জনে সহায়তা করছে। তিনি জানান, বর্তমান সরকার ৩২শ’ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন থেকে আজ ১৪ হাজার মেগাওয়াট উৎপাদনে উন্নিত করতে সক্ষম হয়েছে। সরকার এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার প্রত্যেক বাড়িকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। পাশাপাশি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই সে সকল প্রতিষ্ঠানকেও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
গতকাল বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সালুয়া ও সারদাহা ইউনিয়নে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে তিনি এসকল বক্তব্য দেন।
নতুন সংযোগের মাধ্যমে উপজেলার ছয়টি গ্রামের ১১৮টি আবাসিক ও দাতব্য সংস্থাকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। নতুন এ সংযোগের উদ্দেশ্যে প্রায় ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে দেড় কিলোমিটার নতুন লাইন এবং পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আবদুস সামাদ, ইউনিয়ন সদস্য হাসানুজ্জামান মধু এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের মহাব্যবস্থাপক আবদুল কাদির।
শাহরিয়ার আলম বলেন, অতীতের দিনগুলোতে যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং ছিল এখন তা অনেকাংশে হ্রাস পেয়েছে। এখন দেশের মানুষকে আর আগের মত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয় না। বিদ্যুতের সমস্যা নিরসণে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, যা বিদ্যুৎ ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জনে সহায়তা করছে। তিনি জানান, বর্তমান সরকার ৩২শ’ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন থেকে আজ ১৪ হাজার মেগাওয়াট উৎপাদনে উন্নিত করতে সক্ষম হয়েছে। সরকার এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Tags: