করোনা মহামারির কারণে স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব।
তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে, পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন।
এ ছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখাতে অনুরোধ এসেছে। এ জন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় একই দিন স্থগিত থাকা ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।