muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে কাচবিদ্ধ হয়ে হাসপাতালে সহকারী চালক

কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙে ট্রেনের সহকারী চালক কাউসার আহমেদের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেনটি ভৈরব রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি আসে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি লক্ষ্মীপুর এলাকা অতিক্রম করার সময় নিচ থেকে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে জানালার কাচ ভেঙে চালকের আসনের পাশে বসা সহকারী চালক কাউসার আহমেদের দুই চোখে আঘাত লাগে। এছাড়া কয়েকটি পাথর যাত্রীদের কামরায় গিয়ে আঘাত হানে। ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে সহকারী চালক কাউসার আহমেদকে ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ওই ট্রেনে করেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মদ বিশ্বাস জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১৫ জনকে আটক করা হয়। তবে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পরে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

Tags: