না আছে আখের রস, না খেজুরের রস। চিনির সঙ্গে চুন, ফিটকারি, ডালডা ও হাইড্রোজ মিশিয়েই তৈরি হচ্ছে গুড়। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে এমনি একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
অভিযানে রানীর বাজার এলাকার রাজলক্ষ্মী গুড় ভান্ডারে ৪০ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক শিমুল পোদ্দারকে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল গুড় উৎপাদনের দায়ে কারখানাটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, দীর্ঘদিন রানীর বাজারে ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানা থেকে নিম্নমানের চিনি, ফিটকারি, ডালডা, হাইড্রোজ ও বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিকেলসহ প্রচুর পরিমাণ ভেজাল গুড় জব্দ করা হয়। পরে ভেজাল গুড় তৈরির এসব উপকরণ ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।