দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৮ জন।
আগের দিন করোনায় ৫২ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয় ২ হাজার ৯৪৭ জন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ।
এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।
এদিন ৫৮ জনকে নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৬ হাজার ৭৯৪ জন।
গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬১৭ জন। এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন সুস্থ হয়েছেন।
দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।