বেশ কয়েকদিন ধরেই দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে ওয়ানডে অধিনায়কের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের সম্পর্কটা ভালো যাচ্ছে না। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবালের নাম প্রত্যাহারের পর সেই গুঞ্জন আরও ভারী হয়ে উঠেছে। আসলেই কি তাই? এমন প্রশ্নের উত্তর খুঁজতে প্রশ্ন করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। সোজাসাপ্টা তিনি জানালেন, তামিম ইকবালের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের কোনো সমস্যা নেই।
আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচের পর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওয়ানডে অধিনায়কের সঙ্গে মানে মাহমুদউল্লাহর সঙ্গে তামিমের কোনো সমস্যা আছে কি না? জানতে চেয়ে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে বায়ো-বাবলের জন্য এখন টিমের কাছাকাছি যাওয়া যায় না। তবুও আমি যতটুকু জেনেছি কোনো সমস্যা নেই।’
বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে দলের খোঁজ খবর নিয়ে থাকেন নাজমুল হাসান পাপন। তাদেরই বরাদ দিয়ে তিনি বলেন, ‘আমি যতটুকু দেখেছি কোনো সমস্যা দেখিনি। জালাল ভাই (বিসিবি পরিচালক) আগের সফরে দলের সঙ্গে গিয়েছিল, আমি তাকে জিজ্ঞাস করেছি। ববি ভাই (বোর্ড পরিচালক) গিয়েছেন তাকে জিজ্ঞাস করেছি। তারা কেউ কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই আমি বলব, এই জিনিসটা মন্তব্য করার কোনো কারণই আমি দেখছি না।’
এদিকে, তামিম ইকবালকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা জন্য অনুরোধ করা হয়েছিল কি না এমন প্রশ্নে বোর্ড প্রধান বলেন, ‘তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা রিভিউ করতে এমন কিছুই বলা হয়নি। এমন কোনো ঘটনাই হয়নি, এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়। কারণ তামিম এই সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।’