muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন রোনালদোর

ওল্ড ট্রাফোর্ডে রাজকীয় প্রত্যাবর্তন হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার।

রোনালদোর পাশাপাশি আলো ছড়িয়েছেন তার স্বদেশি ব্রুনো ফার্নান্দেজ। শেষ মুহূর্তে রেড ডেভিলদের চতুর্থ গোলটি করেন জেসে লিংগার্ড।

ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় দফায় রোনালদোর ‘অভিষেক’ নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ছিল প্রচণ্ড উল্লাস। রোনালদো লেখা জার্সি গায়ে মাঠ এসেছিল হাজারো রোনালদো ভক্ত।

মাঠের লড়াইতেও ছিল উত্তেজনা। বিরতিতে যাওয়ার আগে রেড ডেভিলদের এগিয়ে দেন রোনালদো। তবে ৫৬তম মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল।

৬২তম নিজের দ্বিতীয় গোলে ফের ইউনাইটেডকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৮০তম মিনিটে ফার্নান্দেজের গোলে ব্যবধান বাড়ায় ওলে গানার সুলশারের দল। অতিরিক্ত সময়ে ইউনাইটেডর বাকি গোলটি করেন লিংগার্ড।

জুভেন্টাস ছেড়ে দ্বিতীয় মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে এসে প্রথম ম্যাচ খেললেন রোনালদো। ঘরের ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ম্যানচেস্টারবাসীও। রেড ডেভিলদের জার্সিতেই আজকের সিআর সেভেন হয়ে উঠেছেন রোনালদো।

Tags: