muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গ্রহণযোগ্য পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গ্রহণযোগ্য সব পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন করা হবে। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে তিনি এ কথা বলেন। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মধ্যে গণতন্ত্রের কোনো কাঠামো নেই। তারা শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে। যাদের দলের মধ্যে গণতন্ত্র নেই তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিএনপির যে সিরিজ জনসভা হচ্ছে এটা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু সময় আগে খবর পেলাম ভূঁইফোড় সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। মুক্তিযোদ্ধা প্রজন্মদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু যারা লীগ বা আওয়ামী, মুক্তিযোদ্ধা যুক্ত করে ভূঁইফোড় সংগঠন গড়ে তোলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর। এসব সংগঠন দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মূল্যবোধ, গণতন্ত্র রক্ষায় নীতিমালা অনুযায়ী দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদেরকে যেকোনো মূল্যে কঠোর হাতে প্রতিহত করতে হবে। দেশ বিরোধী সব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলকে আরো সুসংগঠিত করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। একইসঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি, জঙ্গি-সন্ত্রাসের পৃষ্ঠপোষক বিএনপিকে প্রতিহত করতে হবে।’

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Tags: