কিশোরগঞ্জে রেলওয়ের কর্মচারী মাহমুদুল হাসান সাগরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রেলস্টেশনের রেস্টহাউজে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থানায় মামলা হলেও অভিযুক্ত সাগরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযুক্ত সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী। নির্যাতনের শিকার মেয়েটি তার খালাতো বোন।
পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে স্টেশন এলাকার বাসা থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় ভিআইভি রেস্টহাউজে নিয়ে যায় রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মাহমুদুল হাসান সাগর। এরপরে সেখানে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় রেস্টহাউজের টয়লেটে ধর্ষণ করে। পরে রাত ৮টার দিকে মেয়েটির চিৎকার শুনে জিআরপি থানা পুলিশ ও স্টেশনের লোকজন সেখানে গিয়ে দরজার ছিটকিনি ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। এ সময় জানালা দিয়ে পালিয়ে যায় সাগর।
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, মেয়েটির ভাই বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাগরকে ধরতে অভিযান অব্যহত আছে।