প্রেমের ফাঁদ পাতা ভুবনে! আর সেই ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত ২০ বছর বয়সের এক যুবক। প্রথমে আলাপ। তারপরে ওয়েব ক্যামে ভিডিও চ্যাট।
প্রেম-পিরিতির অভিনয়। হাল্কা দুষ্টুমি থেকে ভিডিও ক্যামেই যৌনতা। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই চলছিল। মজা নিচ্ছিল দু’পক্ষই। কিন্তু এরপরটা কী হতে চলেছে তা জানা ছিল না ওই যুবকের।
সেক্স চ্যাটের সেসব ভিডিও গোপনে রেকর্ড করেছে ওই নারী। তারপর সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছে ব্ল্যাকমেইল। এমনকী দাবি মতো টাকা না পেয়ে অনলাইন ওই ভিডিও ছেড়েও দিয়েছে ওই মহিলা। পুলিশে অভিযোগ জানিয়েছেন হেনস্থার শিকার ওই যুবক। ফ্রান্সের বাসিন্দা ওই নারী কখনও নিজেকে পরিচয় দিয়েছে নিকোলেলাবেল নামে, কখনও আবার লাবেইল নামে। বয়স ২৩।
পুলিশ অভিযুক্ত ওই মহিলার ফটো নিয়ে খোঁজ শুরু করেছেন। একইসঙ্গে তার ফাঁদে পা না দেওয়ার জন্য পুরুষদের সতর্কও করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/29-02-2016/মইনুল হোসেন