কোভিড-১৯ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির জন্য সরকারি প্রচেষ্টা আরও জোরদার করতে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড থেকে প্রায় ১১ কোটি অটো ডিস্যাবল (এডি) সিরিঞ্জ কেনার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বেশি পরিমাণে সিরিঞ্জ কিনবে সরকার।
আজ বুধবার অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ওষুধ প্রশাসনের মহাপরিচালক এই সিরিঞ্জগুলো কিনবে। জেএমআই একটি সুপরিচিত কোম্পানি এবং এই প্রস্তাবের অধীন শুধু তাদের কাছ থেকেই সিরিঞ্জ ক্রয় করা হবে।
একই বৈঠকে জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য জি টু জি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন এইচএফও ক্রয়ের পর একটি প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।