muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- স্বাগতিক বাংলাদেশ ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ জিতে ভারতীয় দলের মনোবল এখন বেশ চাঙ্গা। আর একটি ম্যাচ জিতলেই ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে তারা। তাই আসরে নিজদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারত।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  মুখোমেুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

আসরের গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অবশ্য গত আসরের সেই দলটি এখন আর নেই। তারপরও যেকোনো মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা রাখে তারা।

তবে আত্মবিশ্বাসী ভারত প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবছে না। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘আসলে আমরা এখন প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। আমরা মনোযোগী নিজের খেলায়। তিন-চার মাস ধরে টি-টোয়েন্টি খেলায় বেশ মনোযোগী আমরা।’

শুধু প্রতিপক্ষই নয়, উইকেট নিয়েও তাঁরা খুব ভাবছেন না বলে জানিয়েছেন এই ভারতীয় স্পিনার, ‘যে কোনো কন্ডিশনে এবং যেকোনো উইকেটেই আমাদের মানিয়ে খেলতে হবে। অবশ্য আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছেও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি আমাদের জন্য একটা প্রস্তুতিও বটে।’

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে আসর শুরু করেছিল ভারত। পরে দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জিতে তারা।  আর শ্রীলঙ্কা দুই ম্যাচের একটিতে আরব আমিরাতকে হারিয়েছে, আর শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ২৩ রানে হেরে যায়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/29-02-2016/মইনুল হোসেন

Tags: