তবে নবাগতদের দেয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি।
দলের পক্ষে ওপেনিংয়ে নামা মোহাম্মদ হাফিজ ও শারজিল খান তেমন কিছু করার আগেই আমিরাতের স্ট্রাইকিং বোলার আহমেদ জাভেদের শিকার হন। খুররম খানকেও তিনি ফেরান শূন্য রানে।
মাত্র ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। হেরে যাওয়ার শংকাও যে দেখা দিয়েছিল, তাও অস্বীকার করার জো নেই।
এ অবস্থায় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক (৬৩) ও উমর আকমল (৫০) হাল ধরেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।
এর আগে সোমবার শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শাইমান আনোয়ারের ৪৬ রানে ভর করে ১২৯ রান করতে সমর্থ হয় আরব আমিরাত।