খুব শিগগিরই অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি আজ বা কাল সকালের মধ্যেই বিটিআরসিকে অননুমোদিত অনলাইন পোর্টালের তালিকা পাঠাবো। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করে দেবে।
তিনি আরও বলেন, আমরা এবং বিটিআরসি আদালতকে জানাবে যে, অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। সে বিষয়টা আদালতকে অবহিত করব। আমরা পর্যায়ক্রমে অননুমোদিত নিউজ পোর্টালগুলো বন্ধ করব।