আইপিএলের দ্বিতীয় পর্বে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। নিজের চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। এ ছাড়াও প্রথম ওভারে কেন উইলিয়ামসনকে রান আউট করে সাজঘরে ফেরান তিনি।
আজ রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স। এই প্রতিবেদন লিখা পর্যন্ত হায়দ্রাবাদের রান : ৬৭/৪ (১৩ ওভার)।
কলকাতা নাইট রাইডার্স : শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, টিম সাউদি, সাকিব আল হাসান, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দ্রাবাদ : জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গার্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, সিদ্ধার্থ কাউল।