muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি নির্ধারণ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি বরাদ্দ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সবগুলো দলের জন্য ৫ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ( বাংলাদেশি টাকায় ৪৮ কোটির সমান) প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে শিরোপাজয়ী দল পাবে ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজারের বেশি)। রানার আপ হওয়া দল পাবে এর অর্ধেক।

টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার করে। তবে সুপার টুয়েলভে ৩০টি খেলার প্রতিটাতেই জয়ী দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে (মোট ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার)। সুপার টুয়েলভে যে ৮ দলের যাত্রা শেষ হবে তারা পাবে ৭০ হাজার মার্কিন ডলার করে (মোট ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার)।

এ ছাড়া রাউন্ড ১ এ প্রতিটি খেলা জিতলে দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে (১২ খেলায় জন্য বরাদ্দ ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার)। যাদের যাত্রা রাউন্ড ১ এই শেষ হবে তারা পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে (৪ দল পাবে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার)।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

শিরোপা জয়ী দল- ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার
রানার আপ দল- ৮ লাখ মার্কিন ডলার

সেমিফাইনালে পরাজিত দলগুলো পাবে- ৪ লক্ষ মার্কিন ডলার করে ( মোট ৮ লক্ষ মার্কিন ডলার)
সুপার টুয়েলভে জয় (৩০)- ৪০ হাজার মার্কিন ডলার করে (মোট ১.২ মিলিয়ন মার্কিন ডলার)
সুপার টুয়েল্ভে যাত্রা শেষ (৮)- ৭০ হাজার মার্কিন ডলার করে (মোট ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার)

রাউন্ড ১ এ জয় (১২)- ৪০ হাজার মার্কিন ডলার করে (মোট ৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার)
রাউন্ড ১ এ যাত্রা শেষ (৪)- ৪০ হাজার মার্কিন ডলার করে (মোট ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার)

Tags: