muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুমিল্লায় কোরআন অবমাননার জেরে কিশোরগঞ্জেও হামলা

কুমিল্লায় কোরআন অবমাননার জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি কালীমন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার গুণধর ইউনিয়নের কদিম মাইজহাটি এলাকায় কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

পরে ভিডিও ফুটেজ দেখে শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নানশ্রী গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২২), পাড়াকুল গ্রামের কুতুবউদ্দিনের ছেলে রিফাত (১৭), একই গ্রামের সেকান্দর আলী চান্দুর ছেলে পল্লী চিকিৎসক কফিল উদ্দিন (৫০) ও জয়কা গ্রামের মাহবুবের ছেলে দেলোয়ার (১০)। এদের মধ্যে মূলহোতা মামুনুর রশিদ করিমগঞ্জের রামনগর গদাউল্লাহর বাড়ি জামে মসজিদের ইমাম।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতার হওয়া চারজন মামুনুর রশিদের নেতৃত্বে কালীমন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে সাত দিনের রিমাণ্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Tags: