muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের মনাকর্শা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনাকর্ষা গ্রামের জসিম উদ্দিনের লোকজনের সঙ্গে বাচ্চু মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বাজারে ধান বিক্রি করতে যাওয়ার পথে কৃষক বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করেন জসিম উদ্দিন ও তার ভাইয়েরা।

এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ভাই হারুন অর রশীদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওইদিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি রাখাল চন্দ্র দে এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

 

Tags: