মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-
সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও বৈশাখী ভাতা প্রদানের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডিইউজে’র দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ এই দাবি জানান।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতীয় পে-স্কেল ঘোষণার পর সরকারি কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের বেতন-ভাতার যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা অবিলম্বে নিরসনেরও দাবি জানান।
সভায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখে গণমাধ্যম কর্মীদের বৈশাখী ভাতা প্রদান করার জন্য আহবান জানানো হয়।
সভায় আগামী ২ বছরের জন্য নির্বাচিত নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।
সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও শেষ পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ। সভা পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, সাংবাদিক নেতা আবুদল জলিল ভ্ইুয়া, আজিজুল ইসলাম ভুইয়া, কাজী রফিক, আকরাম হোসেন খান, স্বপন কুমার সাহা ও কুদ্দুস আফ্রাদ, কাজী আবদুল হান্নান ও তরুণ তপন চক্রবর্তী প্রমুখ।
গত ২০ ফেব্রুয়ারি ডিইউজে’র নির্বাচন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-03-2016/মইনুল হোসেন