muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

মানুষের দৃষ্টি সরাতেই এই সাম্প্রদায়িক সহিংসতা : ফখরুল

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং নিরপেক্ষ নির্বাচন থেকে দৃষ্টি সরাতেই সরকার দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সুনামগঞ্জে জেলা বিএনপির এক সভা শেষে এসব কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল বলেন, ‘সহিংসতার উদ্দেশ্য একটাই এই সরকার জনগণের সকল সমস্যা সমস্যা থেকে দৃষ্টি সরাতে চায়। নিবার্চনকালীন সময়ে আমরা দাবি করেছি- নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরপেক্ষ নির্বাচনের দাবি থেকে মানুষের দৃষ্টি ফেরাতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াচ্ছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন,‘সারা েদেশ খুন, ধর্ষণ, বেড়ে গেছে। আইন-শৃঙ্খলার অবনিতি হচ্ছে। মূলত এইসব থেকে দৃষ্টি সরাতে সরকার এই সম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছে। সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু এই আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সম্প্রদায়িকতাকে বন্ধ করতে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা দিতে, এমনকি খিস্ট্রান সম্প্রদায়সহ সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। তাই এইসব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।’

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি আবুল কালাম, মিজান চৌধুরী, নাদের আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, আনসার উদ্দিন প্রমুখ।

Tags: