কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ মেয়র প্রার্থী একই মঞ্চে ভোটারদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সামাজিক সংগঠন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা ভোটারদের মুখোমুখি হন।
এ সময় তারা নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের কর্ম-পরিকল্পনাসহ নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিজয়ী প্রার্থীকে সকলেই সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
পিডিপির চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন (জগ) ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা)।
উল্লেখ্য, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মোট ভোটার ২৩ হাজার ১৫১ জন। আগামী ২ নভেম্বর মোট ১১টি কেন্দ্রের ৭৫টি বুথেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৩১ জন এবং দুইটি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।